মোহনপুরে উপ-প্রকৌশলীর মৃত্যুতে তদন্ত কমিটির প্রস্তাব

মোহনপুর প্রতিনিধি:

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার চিকিৎসার অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ এনে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) উপজেলা রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ প্রস্তাব ওঠে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজহারুল ইসলাম বাবলু, বাবলু হোসেন, আল-আমীন বিশ্বাস, অধ্যাপক আব্দুল মান্নান, হযরত আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ওয়াহেদুজ্জামান প্রমুখ।

ঘটনা সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ জানুয়ারী) মোহনপুর উপজেলা প্রকৌশলী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী তাজেমুল হক হঠাৎ করে অসুস্থ্য হওয়ায় তাকে চিকিৎসার জন্য দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন না দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়।

জি/আর