মোহনপুরে ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

মোহনপুর প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পিটিয়ে তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী জাহানাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাজ উদ্দিন খান বাদী হয়ে মোহনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২টার দিকে এমাজ উদ্দিন খান নিজ ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খান স্টার জিগজ্যাক ব্রিক নামে ইট ভাটা থেকে মোটরসাইকেলযোগে কুটিবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে শরিফুল ইসলাম রাইস মিলের সামনে পৌঁছালে নোনানভিটা গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহিরুল ইসলামসহ অজ্ঞাত ৪/৫ জন পথরোধ করে। পরে বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম দিয়ে  এমাজ উদ্দীন খানকে এলোপাতাড়ি মারপিট করে। ওই সময় এমাজ উদ্দিন খান মাটিতে পড়ে গেলে মোটরসাইকেলে থাকা ২ লাখ ৮১ হাজার টাকা নিয়ে নেয় তারা। পরে চেয়ারম্যানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিৎসার ব্যবস্থা করে স্থানীয়রা।

এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবুল হোসেন জানান অভিযোগ তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/শা