মোটু-পাতলু এবার নাটকে!

 সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’র আদলে এবার নির্মিত হয়েছে নাটক, যার নামও ‘মোটু পাতলু’। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা মোটু-পাতলুর চোখেই ধরা পড়ে।
সহজ সরল মোটু এবং সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন এ যুগের ছেলে পাতলুর মজার মজার ঘটনা নিয়েই এর কাহিনি।
গল্পে তাদের সঙ্গী হয়েছেন দেশের উপস্থাপিকা রূমানা মালিক মুনমুন। তাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে নতুন সমস্যার মুখে পড়ে মোটু ও পাতলু। এরপর তারা কীভাবে সমস্যা উত্তরণ করে সামনে এগিয়ে যায়, তা নিয়েই নাটকটি।
রুম্মান রশীদ খানের লেখা এ নাটকটি পরিচালনা করেছেন মইনুল ওয়াজেদ রাজীব। মিডিয়াসফট প্রডাক্সন প্রযোজিত এ নাটকে মোটু’র ভূমিকায় অভিনয় করেছেন আনন্দ খালেদ। আর পাতলু চরিত্রে আছেন চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেতা চিকন আলী।
মোটু পাতলু চিকন আলীর ১ম অভিনীত নাটক। আরও আছেন ফেয়ার অ্যান্ড হ্যন্ডসাম দ্য আল্টিম্যন ম্যন বিজয়ী আজাদ, কাজী উজ্জলচিকন আলী  ও খালেন

দীর্ঘদিন পর নাটকে অভিনয় প্রসঙ্গে মুনমুন বলেন, ‘কমেডি নাটকে সাধারণত অভিনয় করার সুযোগ মেলে না। এ নাটকে আমার অভিনীত চরিত্রে অভিনয় করার যথেষ্ট সুযোগ ছিল। আশা করছি, এটি অন্যান্য নাটক থেকে অনেকটাই আলাদা হবে, দর্শকরা বিনোদিত হবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে ‘মোটু পাতলু’।

সূত্র : বাংলাট্রিবিউন