মে দিবসে রাজশাহীতে শ্রমিকরা রাস্তায়, নানা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

মে দিবসে রাজশাহীতে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। তারা র‌্যালিসহ নানা অনুষ্ঠানে মেতে ওঠেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

বুধবার সকাল থেকেই মহান মে দিবস উপলক্ষে রাজশাহী নগরীর রাস্তাগুলোতে শ্রমিকরা নতুন নতুন পোশাক, টি-সার্ট পরে র‌্যালী, সোভাযাত্রায় যোগ দিতে বের হোন।

এছাড়াও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। রাজশাহী শ্রম অদিপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের।

এছাড়াও রাজশাহীতে দিবসটি উপলক্ষ্যে যেসব আয়োজন করা হয়, তাঁর খন্ডচিত্র তুলে ধরা হলো-

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন জাতীয় শ্রমিক লীগ,রাজশাহী মহানগর।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন শ্রমিক সমাবেশ ও কাউন্সিল অধিবেশন,জাতিয় শ্রমকি ফেডারেশন রাজশাহী জেলা।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটি।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন বিল্ডিং পেইন্টার শ্রমিক ইউনিয়ন,রাজশাহী।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল,রাজশাহী।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী দর্জি শ্রমিক ইউনিয়ন।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট শ্রমিক লীগ।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ)।

মহান মে দিবস উপলক্ষে র‌্যালি করেন রাজশাহী বিআর টি সি বাস ডিপু,রাজশাহী।