মেয়েকে আড়ালেই রাখছেন শহিদ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় বলিউড অভিনেতা শহিদ কাপুর। মেয়ে মিশার জন্মের আগে স্ত্রী মিরা রাজপুতের খবর নিয়মিত ভক্তদের জানাতেন তিনি। এমনকি মাইক্রোব্লগিং সাইট টুইটারে মেয়ের জন্মের খবর সবাইকে জানিয়েছিলেন এ অভিনেতা।

তবে প্রায় দুই মাস পার হলেও এখনো মেয়ের ছবি প্রকাশ করেননি তিনি। এমনকি মিডিয়া থেকেও মেয়েকে আড়ালে রাখছেন এই অভিনেতা।

সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে ফটোসাংবাদিকের ক্যামেরাবন্দি হয়েছেন শহিদ। কিন্তু এবারো পাপারজ্জিদের ক্যামেরা থেকে মেয়েকে আড়ালেই রাখলেন এ অভিনেতা।

 
প্রকাশিত ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে আছেন শহিদ, তবে তোয়ালে দিয়ে তার মুখ ঢাকা। এ সময় এ অভিনেতার পাশে ছিলেন স্ত্রী মিরা।

খুব শিগগিরই সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবতী সিনেমার শুটিং শুরু করবেন শহিদ। এছাড়া আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে শহিদ অভিনীত সিনেমা রেঙ্গুন। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ। এতে আরো অভিনয় করেছেন সাইফ আলী খান এবং কঙ্গনা রাণৌত।

 

২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলোকিত করে আসে নতুন অতিথি। গত ২৬ আগস্ট মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শহিদের স্ত্রী মিরা।

সূত্র: রাইজিংবিডি