মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় রাজশাহী নগরীর ৩ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মজুদ রাখার দায়ে রাজশাহী নগরীর তিন দোকানীকে জরিমানা করা হয়েছে। বুধবার জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের অভিযানে ৩টি দোকান মালিককে ১৪ হাজার টাকা জারিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মুস্তাক হাসান ও সহ-পরিচালক হাসান মারুফের পৃথক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

নগরীর আলুপট্টি এলাকায় একটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানি, বিস্কুটসহ রান্নার কাজে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ মসলা রাখা ও বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নগরীর অলোকার মোড়ে নতুন স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখার দায়ে তাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নিউমার্কেটের সামনে আরেক দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

স/শা