মেহেদী হাসানের ’বিদায়!’

সিল্কসিটিনিউজ, সাহিত্য ডেস্ক:

’বিদায়!’

এটাই সেই স্বপ্ন।

যে স্বপ্নে সবই পেয়েছি।

অপূর্ন, অপ্রাপ্তির প্রাপ্তি;

নিভূ নিভূ প্রদীপের প্রজ্বলীত দ্বীপ্তি।

আমি আজ সবই পেয়েছি,

অস্পর্সের পরস পেয়েছি,

অস্পষ্ট কান্নাটাও শুনেছি।

আর প্রাণবন্ত হাসি?

সেটাও আজ বাঁকী নেই।

আমি আজ সবই পেয়েছি এই ক্ষণে

শুধু চলে যাবার অভিমানী বেদনাটা

রেখে যাবো তোমাদের মনে।

কত কিছু বলেছিল কত জনে।

“তোর দ্বারা কিছু হবে না।”

তবে দেখিয়েছি পারা-না পারার হিসেবটাও।

দেখিয়েছি তাদের,

আমার সফলতার খাতা দেখার

বাঁকী ছিল যাদের।।

“তোকে পারতেই হবে।”

“তোকে দিয়েই হবে।”

এমনো বাণীও শুনেছি বহুজনের কাছে।

করতে পারিনি তাদের

এমন বুক ফুলানো আশা।

শোনাতে হয়েছে হতাশার ভষা!

তাই ব্যার্থতার গ্লানিও পেয়েছি।

সবই পেয়েছি এই শেষ স্বপ্নে।

সবইতো পাওয়া হলো এই স্বপ্নে,

তাই ক্ষমাটাও পেতে চায়

তোমাদের কাছ থেকে।

এই শেষ স্বপ্নে।

আমি যে আজ বিদায় লগ্নে!

বিদায়! বিদায়!

লেখক: মেহেদী হাসান, রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

কবিতাটি লেখক তার বন্ধু তারেক রহমানকে উৎসর্গ করেছেন।