মেহেদী হাসানের কবিতা ‘স্বার্থপর আমি’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:
                          স্বার্থপর আমি
আমি মাঝে মাঝেই ভুল করি।
সূর্যকে রেখেই চাঁদের সাথে ভাব গড়ি।
আমি বুঝতেই চায় না কখনো,
রাতের বেলায় মোর সামনে সূর্য আসেনা কেন!
আমি মাঝে মাঝেই স্বার্থপর হয়ে যায়,
কেন জানি নিজের জন্য অন্যকে কাঁদায়।
পরে যখন বুঝতে পারি,
নিজেকে অপরাধী বলে দাবি করি।

সত্যিই আমি স্বার্থপর।
তানাহলে কেন আমি,
সূর্যকে সরিয়ে চাঁদের সাথে বাঁধব ঘর?
জানে শুধু অন্তর্যামী।

আমি মাঝে মাঝে অকারণে কেন ধরি চাঁদের হাত?
না, আমি ধরবো নাকো চাঁদের হাত,
হবো না’ক সূর্যের সাথ।

আমি চললাম একা একা-
আমার জন্য রয়েছে’ত ঐ যে বিশাল আকাশ ফাকা।

লেখক: রাজশাহী কলেজ ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তার অন্য কবিতা-‘নিষ্পাপ কোল।’