বাঘায় আ’লীগ নেতার দেড় লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণ চুরি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আওয়ামীলীগ নেতার বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে । বুধবার দিবাগত রাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুনজুরুল হক মনির বাড়িতে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় বাঘা থানায় নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৪ লাখ টাকা চুরির অভিযোগ করেছেন তিনি।

জানা যায়, মুনজুরুল হক মনি পেশায় একজন শিক্ষক। পেশাগত দায়িত্ব পালনে বুধবার সকাল সাড়ে ৭ টায় বাঘা উচ্চ বিদ্যালয় যান। অপরদিকে কন্যা সন্তান অথৈয়কে নিয়ে আরেক স্কুলে যান স্ত্রী শামীমা খাতুন রিপা। এ সুযোগে বাড়িতে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। দুপুরে স্বপরিবারে বাড়ি ফিরে মূল গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করতে গিয়ে বুঝতে পারেন বাড়ির ভেতর থেকে লক করা রয়েছে। এরপর স্থানীয়দের ডেকে বাড়ির প্রাচীর টপকায়ে ভেতরে প্রবেশ করে দেখেন, শয়ন কক্ষের আলমারির ভিতরে রাখা নগদ দেড় লাখ টাকা ও ৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও একটি ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নেই।

বাঘা থানার উপ-পরিদর্শক এসআই আতোয়ার রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান , তদন্ত সাপেক্ষে চুরির রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াা হবে।

স/শা