মেহেদী হাসানের কবিতা “ভুলবোনা মা”

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:
 ভুলবোনা মা

ভুলবোনা মাগো তোমারে,
তুমি মোর বুকের পাজরে।
শিশুকাল থেকে শৈশব কৈশরে;
গড়ে তুলেছো মোরে বড়ই আদরে।
ভুলবোনা কোনোদিন মায়ের আদর,
স্মৃতি করে রেখেছি তোমার চাদর।
ভুল করলে দিয়েছো কতো বকুনি,
মুকুট করে রেখেছি তাতো দেখনি।
ভুলবোনা কোনোদিন মায়ের চরিত্র,
তোমার আদব-কায়দা বড়ই পবিত্র,
যেগুলো করতে করেছো বারন,
ভুলবোনা সেগুলো, হলেও মরণ।।

লেখক: মেহেদী হাসান রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।