মেহেদী হাসানের কবিতা ‘নিষ্পাপ কোল’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

   ‘নিষ্পাপ কোল’

আমি আবার প্রেমে পড়লাম।

প্রেমে পড়লাম সেই রজনীগন্ধা ফুলের, রুপসী বাংলার বেণীগাথা চুলের।

প্রেমে পড়ে বাকশক্তি হরালাম। তাকে মনের মাঝে বেধে রাখলাম।

মনের মধ্যে শুরু হলো ভুলের। সে তো সৌন্দর্যের প্রতিনিধি; নেত্রী সকলের।

তার কোলেই জীবনের অনেক সময় কাটালাম।

সেই কোলই আমার জন্মভূমি কোলই আমার দেশ।

কোলের জন্য মরতে পারি, সইতে পারি ব্যাথা।

সকল ভুলের মধ্য দিয়েও আছি হেথায় বেশ!

এমন দেশের ভালোবাসা পাবো আর কোথা?

এ ভালোবাসায় নেই যে কোন শেষ।

সারাজীবন রাখবো আমি এই কোলেতে মাথা।

লেখক: মেহেদী হাসান রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।