মেহেদীর ‘প্রণয়’

সিল্কসিটিনিউজ সাহিত্য ডেস্ক:

‘প্রণয়’

মনটা যেন সুখে থেকেও

কালো মেঘের মুখোমুখি!

হাজার খানা সান্ত্বনাতেও

শূন্যতার এক মাখামাখি!

যায়না দেখা যায়না ছোয়া

অফুরন্ত মোহো মায়া।

মনটা নাকি দুধে ধোয়া!

কিন্তু দেখি কালো ছায়া।

ক্ষয়নি আশা,যায়নি ভরসা।

তবু পাইনা মনের পসরা।

পাইনা আমি মনের চাষা,

পাইনা কেন প্রণয়ের ভাষা?

লেখক: মেহেদী হাসান, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।