মঙ্গলবার , ৯ জুলাই ২০১৯ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেহজাবিন শোনালেন সাফল্যের গল্প

Paris
জুলাই ৯, ২০১৯ ৯:৫৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ অভিনেত্রীর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। ইতোমধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা এক লাখ পেরিয়েছে। এজন্য ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে সিলভার বাটন পেয়েছেন তিনি। এ উপলক্ষে ইউটিউবার হওয়ার গল্প জানিয়েছেন মেহজাবিন চৌধুরী। তিনি বলেন, ‘আমি প্রফেশনাল ইউটিউবার না। গত বছর মজা করতে করতেই ইউটিউবের জন্য ভিডিও বানিয়েছিলাম। দেখি দর্শকের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। তারপর নিয়মিত ভিডিও বানাতে শুরু করি। এরপর ধীরে ধীরে চ্যানেলটি অনেক বড় হয়ে যায়। বড় বলতে অনেক মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন।’

তিনি আরো বলেন, ‘সাবস্ক্রাইব সংখ্যা যখন বাড়তে থাকে তখন ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে একটা অ্যাওয়ার্ড পাওয়া যায়। আর সেই অ্যাওয়ার্ডটি আমি পেয়েছি। এটি হলো সিলভার বাটন। এই প্রাপ্তির পুরো ক্রেডিট আপনাদের সবার। এই অর্জন আপনাদের সবার। আপনাদের ভালোবাসা, সহযোগিতার কারণেই আমার এই প্রাপ্তি।’

ভিডিও কনটেন্টের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার ভিডিওগুলোতে দেখবেন আমার সঙ্গে কোনো না কোনা সহশিল্পী রয়েছেন। কারণ আমি তাদের সাক্ষাৎকার নিই, তাদের সঙ্গে কোনো না কোনো গেম খেলি বা মজার কোনো কিছু করার চেষ্টা করি।’

সর্বশেষ - বিনোদন