মঙ্গলবার , ২৩ জুন ২০২০ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মেসেঞ্জারে স্কুলছাত্রীর আপত্তিকর ছবি, গ্রেফতার ২

Paris
জুন ২৩, ২০২০ ২:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় স্কুলছাত্রীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুই বখাটেকে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাইগাছা গ্রামের আবদুল হালিম ও সাব্বির হোসেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
 
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যদরা জানান, বাইগাছা গ্রামের আবদুল হালিম ও সাব্বির হোসেন একই গ্রামের দশম শ্রেণির ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেন। এতে রাজি না হলে তারা প্রযুক্তির সাহায্যে ওই ছাত্রীর বিবস্ত্র ছবি তৈরি করে এলাকার পরিচিতজনদের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেন।
 
বিভিন্ন লোকজনের মুঠোফোনে ছড়িয়ে পড়ে ছবিটি। বিষয়টি জানার পর ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। রবিবার রাতে মেয়েটি বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পুলিশ জানায়, সোমবার গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - রাজশাহীর খবর