মেসির সাপ্তাহিক আয় রোনালদোর আড়াই গুণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইংল্যান্ডের সাপ্তাহিক রেডিও টাইমস এ বছর সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ ১০ খেলোয়াড়ের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় সবার ওপরে আছেন লিওনেল মেসি।

বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার শেষে গত মাসে পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পিএসজিতে এক সপ্তাহে লিওনেল মেসির আয় ১৩ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩২ লাখ ১৯ হাজার টাকা, যা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাপ্তাহিক আয়ের প্রায় আড়াই গুণ।

আয়ের দিক থেকে মেসির ঠিক পরেই আছেন নেইমার। পিএসজির এই তারকা ফুটবলারের সাপ্তাহিক বেতন ৮ লাখ ৩৬ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকা।

এ তালিকায় তৃতীয় পজিশনে আছেন লুইস সুয়ারেজ। অ্যাতলেটিকো মাদ্রিদের ৩৪ বছর বয়সী উরুগুয়ের এই তারকার সাপ্তাহিক বেতন প্রায় ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

চার নম্বরে আছেন আঁতোয়ান গ্রিজমান। অ্যাতলেটিকো মাদ্রিদের এই তারকার সপ্তাহে আয়  প্রায় ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।

আয়ের দিক থেকে পাঁচ নম্বর পজিশনে আছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের এই তারকার সাপ্তাহিক বেতন প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার টাকা।

পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৪ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার টাকা।

জুভেন্টাস ছেড়ে সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সাপ্তাহিক বেতন প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা।

ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার কেভিন ডি ব্রুইনাইয়ের সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ডেভিড ডি হেয়ার সাপ্তাহিক পারিশ্রমিক প্রায় ৪ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা।

বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেভানডস্কির সাপ্তাহিক বেতন ৪ কোটি ১২ লাখ ৭১ হাজার টাকা প্রায়।