মেসির মানসিক সমস্যা : পিরলো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

মৌসুম শুরুতেই তিনি বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে বার্সেলোনায় এখন ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। যে ক্লাবের সঙ্গে তার নাড়ির টান, সেই ক্লাবটিই যেন আর ভালো লাগছে না। যার প্রভাব পড়েছে তার পারফর্মেন্সে। চলতি মৌসুমে ঘরোয়া লিগ আর চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৩ ম্যাচে সাত গোল আর ৪টি অ্যাসিস্ট করেছেন মেসি। পারফর্মেন্স খারাপ না হলেও মেসিসুলভ কিন্তু নয়।

তাহলে কেন এমন হচ্ছে মেসির? ক্যাম্প ন্যুতে মহারণের আগে জুভেন্তাস বস আন্দ্রেয়া পিরলো বলেন, ‘মেসি এখন জীবনের একটি বিশেষ মুহূর্তে আছে। এই গ্রীষ্মে বার্সায় থাকা-না থাকা নিয়ে ও একটা সমস্যার মুখোমুখি হয়েছিল। কিন্তু ম্যাচের মধ্যে সে সব সময় নিজের দাম বুঝিয়েছে। এটাকে আসলে ফুটবলীয় সমস্যা বলা চলে না; সমস্যাটা অনেকাংশেই মানসিক। এর চেয়ে বেশি আমি ব্যাখ্যা করব না, কারণ এতে আমাদের কিছু আসবে–যাবে না। সে অসাধারণ একজন খেলোয়াড়।’

মেসির পাশাপাশি চলতি মৌসুমে বার্সেলোনার অবস্থাও সুবিধার নয়। তবে লা লিগায় খারাপ করলেও চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এই বার্সাই আবার অন্যরকম। এই জুভেন্তাসই প্রথম লেগে বার্সার কাছে বাজেভাবে হেরেছে। তাই প্রতিপক্ষ নিয়ে চরম সতর্ক পিরলো, ‘অন্যান্য দলের মতো বার্সেলোনাও উত্থান-পতনের মধ্যে আছে। কিন্তু ওরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছে এবং ওদের এমন একজন কোচ আছেন, যিনি দলে তার ছাপ রাখা শুরু করেছেন। আমার মনে হয় না তারা কোনো সমস্যার মধ্যে আছে।’

সূত্র: কালেরকন্ঠ