মেসির ফেরার ম্যাচে ফাতির দিকে চোখ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেসিকে কি উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য তুলে রেখেছিল বার্সেলোনা। প্রশ্নটা আসতেই পারে। কোপা আমেরিকা থেকে ফিরে যোগ দেন বার্সার অনুশীলনে। প্রথম দিনই চোটে পড়েন তিনি। মৌসুমে এখনও মাঠে নামা হয়নি। তাকে ছাড়া লা লিগার চারটি ম্যাচও খেলে ফেলেছে কাতালান ক্লাবটি। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ফেরার আভাস মিললেও শেষমেশ দর্শক ছিলেন। তবে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মেসি থাকছেন, সেটা নিশ্চিত।

গত মৌসুমে অনেকটা পথ এগিয়েও লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় বার্সা। লিগে নিজেদের দাপট দেখালেও অনেকদিন ধরে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উচিয়ে ধরা হয়নি বার্সার। তবে দলনেতা মেসি মনেপ্রাণে চাচ্ছেন এই খরা কাটাতে। নতুন মৌসুম শুরুর আগে ক্যাম্প ন্যুতে তেমন স্বপ্নের কথাই শোনান মেসি।

মেসি ফেরায় অনেকটা স্বস্তি ফিরবে বার্সা শিবিরে। তা ছাড়া দারুণ ফর্মে থাকা লুইস সুয়ারেজকেও শতভাগ ফিট পাচ্ছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সঙ্গে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আসা অ্যান্তোনিও গ্রিজম্যান। এই তিনে মিলে সাজবে বার্সার আক্রমণভাগ। দু’দলের সাম্প্রতিক সময়টা একই রকম যাচ্ছে। শেষ পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতে হেরেছে ডর্টমুন্ড। বাকি চার ম্যাচেই উড়ন্ত জয়। অন্যদিকে বার্সা এক ম্যাচ হেরেছে আর এক ম্যাচে পয়েন্ট খুইয়েছে।

মেসি ফেরার সঙ্গে প্রশ্ন উঠছে চ্যাম্পিয়নস লিগেও কি ১৬ বছরের প্রান্তে থাকা আনসু ফাতির অভিষেক হয়ে যাবে। বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে তাকে নিয়ে বলেন, ‘এ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। কারণ ফাতি আমাদের কৌশলের অংশ। তাকে নতুন রেকর্ড গড়তে মাঠে নামানো হবে না। তাকে যদি নামানো হয় তবে দলের প্রয়োজনে নামানো হবে।