মেসিদের খেলার ধরন পাল্টে দিতে চান না পচেত্তিনো

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলার ধরন নিয়ে সমালোচনা হলেও খেলোয়াড়দের সমর্থন নিজের প্রতি আছে উল্লেখ করে ক্লাবটির কোচ মরিসিও পচেত্তিনো বলেছেন তাদের খেলার স্টাইলে কোনো পরিবর্তন হবে না। ক্লাব ব্রুগের  বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত ৪৯ বছর বয়সি আর্জেন্টাইন কোচকে এ সময় কিছুটা আক্রমণাত্মক মনে হয়েছে। চলতি বছরের শুরুতে তিনি দায়িত্ব নেয়ার পর লিগ ওয়ানে এই মুহূর্তে ১১ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে আছে পিএসজি।

টটেনহ্যাম হটস্পর্সের সাবেক কোচ পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি আমার প্রতি খেলোয়াড়দের সমর্থন আছে। তাই আমি বেশ ভাল এবং স্বস্তিতে আছি। আমি জানি মানুষ পিএসজি নিয়ে সমালোচনা করছে। সমালোচকদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ  আছে। হ্যা, আমরা আরো ভালো খেলতে পারতাম। দলকে আরো উন্নতি করা যায়। কিন্তু পিএসজির উপর নজরদারি করে এবং চারপাশে গোলমাল করলে ক্লাবের এগিয়ে চলায় সহায়তা হবে না।’

নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো মহাতারকাদের দলে পাওয়া স্বত্ত্বেও ভালো খেলতে না পারায় বর্তমান দল নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পচেত্তিনো। এমবাপ্পে নিয়মিত গোল করে গেলেও মেসি খুব কম সময় নিজের সেরাটা খেলতে পারছেন। অপরদিকে ইনজুরিতে পড়েছেন নেইমার। রক্ষণভাগের হাইপ্রোফাইল তারকা সার্জিও রামোসকে নিয়েও হতাশা বেড়েছে। কারণ ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা একটি মাত্র ম্যাচে খেলেছেন।

শিরোপা দৌঁড়ে অনেকদূর এগিয়ে গেলেও লিগ ওয়ানের সর্বশেষ দুই ম্যাচে ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে পিএসজিকে। পিএসজি কোচ বলেন, ‘পিএসজির একটি কৌশল আছে। আমরা কোনদিকে যাচ্ছি তার একটি স্বচ্ছ ধারনা খেলোয়াড়, স্টাফ ও আমাদের আছে। আমরা এগিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আছি এবং এগিয়ে চলছি। শোরগোল ও সমালোচনা দিয়ে এই প্রক্রিয়ার পরিবর্তন ঘটানো যাবে না। আমরা লিগ ওয়ানে ১১ পয়েন্টে এগিয়ে আছি এবং কঠিন গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছি।’

 

সুত্রঃ কালের কণ্ঠ