মেসিকে সতর্ক করলেন হিগুয়াইন

শনিবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় বার্সেলোনা। তারপর থেকেই গুঞ্জন রটেছে মেসি বার্সেলোনা ছাড়ছেন।

গুঞ্জন রয়েছে কাতালান ক্লাবটির সাবেক কোচ পেপ গুয়ার্দিওলার বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অনেকেই আবার বলছেন মেসি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন।

এমন গুঞ্জনের মধ্যেই লিওনেল মেসিকে সতর্ক করে দিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়াইন।

সোমবার ফক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে অংশ নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার হিগুয়াইন বলেছেন, প্রিমিয়ার লিগে আমি প্রচুর সমস্যায় পড়েছিলাম। আমি ছয় মাসেও মানিয়ে নিতে পারিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগার মতো না। সেখানে ডিফেন্ডাররা কড়া ট্যাকল করবে এবং এর জন্য ফাউল ধরা হবে না, স্পেনে যেমনটি হয়।

মেসির জাতীয় দলের সাবেক সতীর্থ হিগুয়াইন আরও বলেছেন, আমি জানি না এটা মেসির ওপর কেমন প্রভাব ফেলবে। আমার মনে হয় না সে ভুগবে, কারণ সে অন্য পর্যায়ের ফুটবলার। আমি জানি না মেসি কী ভাবছে; তবে আশা করি সে এমন সিদ্ধান্ত নেবে- যা তাকে সুখী করবে। সিদ্ধান্তের ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ।