মেসিকে মেজর লিগ সকারে চান হিগুয়েন

আর্জেন্টিনা জাতীয় দলে বহুদিন সঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়েন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে হিগুয়েন সহজ কয়েকটি সুযোগ মিস না করলে মেসির হাতে হয়তো উঠতো বিশ্বকাপ। দল ভিন্ন হলেও দুজনে একই সময় স্পেনের লা লিগাতে খেলেছেন। বর্তমানে মেসি খেলছেন ফ্রান্সের পিএসজিতে, আর হিগুয়েন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে।

সাবেক সতীর্থ মেসিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার দাওয়াত দিয়েছেন হিগুয়েন।

হিগুয়েনের বিশ্বাস, সেখানে গেলে মেসি সুখী হবেন। তাই হিগুয়েনের আশা মেসি মেজর লিগ সকারে খেলতে যাবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিগুয়েন বলেন, ‘আমি আশা করি সে (মেসি) আসবে। লিগ ও দেশের জন্য এটা হবে লাভজনক।  সে যদি চায় তাহলে এখানে অনেক আনন্দে থাকতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ লিগ, ধীরে ধীরে বড় হচ্ছে। বড় বড় তারকারা আসছেন, ভবিষ্যতে এই লিগ আরো অনেক উন্নতি করবে’

গত ডিসেম্বরে হৃদরোগের কারণে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হওয়া সার্জিও আগুয়েরো সম্পর্কেও কথা বলেছেন হিগুয়েন। সাবেক সতীর্থ সম্পর্কে হিগুয়েন বলেন, ‘কোনো ফুটবলারই এভাবে অবসরে যেতে চায় না। তবে আগুয়েরোর অসাধারণ একটা ক্যারিয়ারও আছে। সে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা বিদেশি স্ট্রাইকার। সে যদি পেছন ফিরে দেখে তাহলে দেখবে আর কিছুই অর্জন করার নেই। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ