মেসিকে নিয়ে কান্নাকাটি থামাতে বললেন কোম্যান

লিওনেল মেসি এখন আর বার্সেলোনার নন। তিনি চলে গেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে নেইমার-ডি মারিয়া-রামোসদের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। কিন্তু প্রিয় তারকাকে ভুলতে পারছেন না বার্সেলোনার সমর্থকেরা। ২১ বছরের দীর্ঘ সম্পর্ক এত সহজে ভোলা যায় না। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, সমর্থক হতে শুরু করে সবাই হতাশ। এমতাবস্থায় সবাইকে ‘মেসি চ্যাপ্টার’ বন্ধ করার আহ্বান জানালেন বার্সেলোনার ম্যানেজার রোনাল্ড কোম্যান।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোমান বলেন, ‘আমাদের বুঝতে হবে যে কোনো খেলোয়াড়েরই শেষ থাকে। আপনাকে অবশ্যই এই অধ্যায়টি বন্ধ করতে হবে। আমাদের নতুন মৌসুমে মনোনিবেশ করতে হবে। আমাদের নতুন খেলোয়াড় আছে এবং আমাদের এগিয়ে যেতে হবে। এর জন্য আমাদের সময় আছে। এই মৌসুমে আমাদের স্কোয়াডে তরুণ খেলোয়াড় যোগ দিয়েছে। আমরা এই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কাজ করছি। গত কয়েক দিনে কী ঘটেছে তার উপর মনোযোগ না দিয়ে ক্লাব নিয়ে ভাবা উচিত।’

লা লিগার ‘ফেয়ার প্লে’ আইনের কারণে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেনি বার্সেলোনা। বিষয়টা সম্পর্কে জানলেও মেসির বিদায়ে বেশ অবাক হয়েছেন কোম্যান, ‘আমি জানতাম ক্লাব, লিও মেসি এবং লিগের মধ্যে একটি কঠিন পরিস্থিতি ছিল যাতে মেসিকে ক্লাবে ধরে রাখার সম্ভাবনা থাকে। অনেক লম্বা সময় লেগেছে, তবে আমি দিনে দিনে এবং প্রতি মুহূর্তে অবাক হয়েছি যখন শুনলাম,  বার্সেলোনার হয়ে সে আর খেলবে না! আমি জানতাম ক্লাবের আর্থিক অবস্থা এটা কঠিন করে তুলেছে।’

কোম্যান আরও বলেন, ‘আমি মনে করি এটা অনেক কঠিন হবে কারণ আমরা সাধারণ কোনো খেলোয়াড়ের কথা বলছি না, আমরা লিও মেসির কথা বলছি। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আমরা সবাই হতাশ হয়েছিলাম যখন জানলাম সে মৌসুমে আমাদের জন্য খেলবে না। কিন্তু ঠিক আছে, আপনাকে দ্রুত পরিবর্তন করতে হবে কারণ আপনি নতুন মৌসুম শুরুর আগে হতাশায় থাকা যাবে না। আপনাকে বুঝতে হবে কয়েক দিনের জন্য একটি কঠিন পরিস্থিতি ছিল। মেসি এই ক্লাবের জন্য অনেক কিছু ছিল।’

 

সূত্রঃ কালের কণ্ঠ