মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত নতুন ল্যাপটপ বাজারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়ালটন বাজারে ছেড়েছে দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের নতুন একটি ল্যাপটপ। প্রিলুড সিরিজের ওই ল্যাপটপের মডেল ডব্লিউপিআর ১৪ এন ৩৪ জিএল। ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। পর্দার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। এতে আছে ১.১ গিগাহার্টজ গতির ইনটেল অ্যাপোলো লেক এন ৩৪৫০ প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫০০ ও ৪ গিগাবাইট ডিডিআর ৩ র‍্যাম।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী জানান, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত এই ল্যাপটপটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা রেখে এর কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়েছে। এর অন্যতম ফিচার মাল্টি-ল্যাংগুয়েজ কিবোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট এবং বিজয় বাংলা সফটওয়্যার। ব্যাকআপের জন্য এ ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ৭.৬ ভোল্ট বা ৫০০০ এমএএইচ ব্যাটারি। সোনালি রঙের ল্যাপটপটির দাম মাত্র ২২ হাজার ৫০০ টাকা।