মৃত্যুর পরেও বাঁচিয়ে গেলেন ৮ জনের জীবন

মানুষ মানুষের জন্য। এই কথাটার বাস্তবিক প্রয়োগ দেখা যায় না। কিন্তু কিছু মানুষ এমন কিছু করে যান যা তার মানবতা ও মানসিকতাকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যায়। জীবিত অবস্থায় তো বটেই, মৃত্যুর পরও তারা মানুষকে সাহায্য করে যান।

ভারতের কেরালের যুবক অনুজিথ এমনই একজন মানুষ ছিলেন। মাত্র ২৭ বছর বয়সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন অনুজিথ। কিন্তু এই ছোট জীবনে তিনি বাঁচিয়ে গিয়েছেন কয়েকশো প্রাণ। এমনকি, মৃত্যুর পরও তিনি আটজনকে নতুন জীবন দিয়ে গিলেন

গত ১৪ জুলাই কেরলের কোট্টারকারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন অনুজিথ। এরপর তাকে চিকিৎসার জন্য তিরুবনন্তপূরমে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনুজিতের ব্রেন ডেড ঘোষণা করেন চিকিতসকরা। কিন্তু মৃত্যুর আগেই অনুজিথ স্ত্রী ও বোনকে তার অঙ্গদানের ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন।

সেই মতো অনুজিথের হৃদপিন্ড, কিডনি, অন্ত্র, চোখ, লিভার, ও হাত অন্যের শরীরের প্রতিস্থাপন করা হয়। ৫৫ বছর বয়সী সানি থমাস নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অনুজিথের হৃদপিন্ড। নতুন জীবন পেয়েছেন সানি থমাস। আর এভাবেই এই পৃথিবীতে না থেকেও রয়ে গেলেন অনুজিথ।

 

সুত্রঃ কালের কণ্ঠ