মুস্তাফিজের অস্ত্রোপচার বিকেলে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার হবে আজ। বাংলাদেশের এই পেসারের বাঁ কাঁধে অস্ত্রোপচার করবেন লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকের অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।

 

লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে আজ স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টা) একটা রুটিন পরীক্ষা হবে মুস্তাফিজের। সেটির রিপোর্ট পাওয়ার পর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অস্ত্রোপচারকক্ষে ঢুকবেন মুস্তাফিজ।

 

অস্ত্রোপচার করতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। অস্ত্রোপচারের পর কয়েকটা ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে মুস্তাফিজকে। অস্ত্রোপচারের সময় তার পাশে থাকতে বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী রয়েছেন ইংল্যান্ডে।

 

কাউন্টি দল সাসেক্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন মুস্তাফিজ। হোভে থাকা অবস্থায় ইউনিভার্সিটি অব গ্রিনউইচের সার্জন টনি কোচারকে দেখান বাঁহাতি এই পেসার। তার রিপোর্ট পাঠানো হয় অস্ট্রেলিয়ায় গ্রেগ হয়ের কাছে। লন্ডনে মুস্তাফিজকে দেখেন লেনার্ড ফ্রাঙ্ক। তিন বিশেষজ্ঞ সার্জন অস্ত্রোপচারের পরামর্শ দেন।

 

বিসিবির ইচ্ছে ছিল লেনার্ড ফ্রাঙ্ককে দিয়ে অস্ত্রোপচার করানোর। কিন্তু ফ্রাঙ্ক ২৩ আগস্টের আগে স্লট বের করতে পারবেন না বলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হয় বিসিবি। অ্যান্ড্রু ওয়ালসও বিশেষজ্ঞ সার্জন। তার ছুরির নিচে গিয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।

 

এই অস্ত্রোপচারের পর অন্তত ছয় মাস মুস্তাফিজকে মাঠের বাইরে থাকতে হবে। জানা গেছে, অস্ত্রোপচার করানোর পর সপ্তাহখানেক লন্ডনে থাকবেন মুস্তাফিজ। এরপর দেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

সূত্র: রাইজিংবিডি