মুশফিক অবসর নেওয়ায় ক্রিকেটপ্রেমীদের প্রতিক্রিয়া কী?

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

অনেক সমালোচনার পর অবশেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন মুশফিকুর রহিম। এশিয়া কাপে ব্যর্থতার পর তার এই সিদ্ধান্ত। মুশির এই অবসর দেশের ক্রিকেটাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বেশির ভাগই মুশফিকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

টি-টোয়েন্টিতে রান পাচ্ছিলেন না, দল থেকে একাধিকবার বিশ্রামের মোড়কে বাদও পড়েছিলেন। প্রকাশ্যে বাদ পড়ার আগে অবসর নেওয়াটাই শ্রেয়।

টি-টোয়েন্টিতে বাজে ফর্মের পাশাপাশি নানা কারণে বিতর্কিত মুশফিক। অতি আবেগ, মাঠে মেজাজ দেখানো, সমালোচকদের আক্রমণ, সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণসহ নানা কারণে দেশের ক্রিকেটাঙ্গনের বড় অংশ তার ওপর বিরক্ত।

মুশফিকের অবসরের পর নিঝুম মজুমদার লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মুশফিক অবসর নেওয়ার সাথে সাথে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবার ভায়রা ভাইও না বলে দিক। ’

আরেকজন লিখেছেন, ‘নাসুমকে মাঠে মারার পর থেকে তোমাকে ঘৃণা করি। তোমার বিদায়ে আমি খুশি। ’ সাদিয়া লিখেছেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ’

আর এম রাকিব লিখেছেন, ‘সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ। ’

শাজাহান রিপন লিখেছেন, ‘আশা করি মাহমুদ উল্লাহ রিয়াদও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবে। ’

মোহাম্মদ ফিরোজ লিখেছেন, ‘বড় মঞ্চে দেশকে কিছু না দিতে পারলে দলে না থাকাটাই ভালো। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ