মুশফিকের ‘না’ এবার চিঠি দিয়ে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএল শেষ। এবার পাকিস্তান সফর নিয়ে ভাবনা শুরু। আজ অথবা আগামীকাল সফরে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সফরে কে যাবেন, কে যাবেন না তা জানা হয়ে গেছে বিসিবির।

শুরু থেকেই যেতে চাননি মুশফিকুর রহিম। দল ঘোষণার আগে তিনি চিঠি দিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে জানিয়েছেন, টি ২০ সিরিজ খেলতে পাকিস্তান যাবেন না।

এদিকে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ বলেছেন তিনি যেতে চান। তার সঙ্গে কোচিং স্টাফদের মধ্যে যাবেন শুধু ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। বাকি কোচিং স্টাফদের কেউ যাচ্ছেন না পাকিস্তান।

স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরির যাওয়া নিয়ে অনীহা আগে থেকেই। সিরিজ চূড়ান্ত হওয়ার পর যেতে অনিচ্ছুক ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন এবং কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।

তাদের বিকল্প হিসেবে বিসিবি স্থানীয় কোচিং স্টাফদের পাঠাবে। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।