রবিবার , ১৮ জুলাই ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুম্বাইয়ে প্রবল বৃষ্টিতে ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

Paris
জুলাই ১৮, ২০২১ ১১:২২ পূর্বাহ্ণ

প্রবল বৃষ্টিতে ভারতে মুম্বাইয়ে দুইটি ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও বিক্রোলি এলাকায় দু’টি ভবন ভেঙে পড়ে।  চেম্বুরের ভরত নগর এলাকায় ভেঙে পড়া বাড়ির নীচ থেকে ১১ জনের মরদেহ পাওয়া গিয়েছে। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে বিক্রোলিতে চার জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও  বিপর্যয় মোকাবিলা বাহিনী।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। এরইমধ্যে চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি এলাকা পানিতে তলিয়ে গেছে। এই বৃষ্টি আরও পাঁচদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

 

সুত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক