মুন্সীগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ

সিল্কসিটিনিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে প্রাইভেটকার ধলেশ্বরী নদীতে পড়ে জালাল উদ্দীন রুমি নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

প্রথমে চালকসহ তিনজন নিখোঁজ থাকার কথা বলা হলেও পরে মুক্তারপুর সেতু সংলগ্ন সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানিয়েছেন, প্রাইভেটকারটিতে একজন ছিলেন।

তিনি আরো জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মুক্তারপুর সেতুর পশ্চিম দিকের রেলিং ভেঙে প্রাইভেটকারটি ধলেশ্বরী নদীতে পড়ে যায়। রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালায়। পরে শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নৌপুলিশের সমন্বয়ে উদ্ধার কাজ শুরু করে প্রাইভেটকারটি শনাক্ত করা হয়। তবে এখনো রুমির সন্ধান মেলেনি।

প্রাইভেটকারচালক রুবেল বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ থেকে রুমিকে নিয়ে মুক্তারপুর ঘুরতে আসি। মুক্তারপুর সেতুর ঢালুতে আমাকে নামিয়ে দিয়ে রুমি নিজে গাড়ি চালাতে গেলে সেতুর রেলিং ভেঙে গাড়িসহ রুমি নদীতে তলিয়ে যায়।’

অন্যদিকে, প্রাইভেটকারটি উদ্ধারের জন্য নারায়ণঞ্জ থেকে উদ্ধারকারী রেকার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘটনাস্থলে পৌছাঁয়নি।

 

সূত্র: রাইজিংবিডি