মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:


মুজিব শতবর্ষ উপলক্ষে ট্রাফিক সপ্তাহ এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর গোরহাঙ্গা এলাকায় এর উদ্বোধন করা হয়।



১৬ মার্চ থেকে ২২ মার্চ “ট্রাফিক সপ্তাহ ২০২১” বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারমোঃ আবু কালাম সিদ্দিক।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোঃ সাজিদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই প্রশাসন মোঃ মোফাক্কারল ইসলামসহ অন্যান্যরা।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে মহানগরীতে ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীসহ পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের আহ্বান করেন এবং ট্রাফিক সপ্তাহ ২০২১ এর সাফল্য কামনা করেন।

বক্তব্য শেষে তিনি কোভিড-১৯ এর  প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গণপরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীসহ জনসাধারনের মাঝে মাস্ক ও ট্রাফিক আইন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

স/অ