বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মুক্তিযুদ্ধের সিনেমায় একসঙ্গে শাহেদ ও শিরীন শিলা

Paris
জানুয়ারি ২৬, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ

প্রথমবারের মতো মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন শাহেদ শরীফ খান ও শিরীন শিলা। সিনেমার নাম ‘বীরাঙ্গনা ৭১’। এটি পরিচালনা করছেন এম সাখাওয়াৎ হোসেন। রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং চলছে। আগেই এ সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন শাহেদ।

দ্বিতীয় লট থেকে সম্পৃক্ত হয়েছেন শিরীন শিলা। এতে অভিনয় প্রসঙ্গে শাহেদ বলেন, ‘এ সিনেমার গুরুত্বপূর্ণ ও অসাধারণ একটি চরিত্র মোহন। চরিত্রটিতে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। সহশিল্পী হিসাবে শিরীন শিলা ভালো কাজ করছেন। আমার মনে হয় সিনেমার পর্দায় আমাদের রসায়ন দর্শকেরও ভালো লাগবে।’ শিরীন শিলা বলেন, ‘এবারই প্রথম মুক্তিযুদ্ধের সিনেমায় অভিনয় করছি। আমার চরিত্রের নাম বীরাঙ্গনা জয়বুন। নিজের চরিত্রটি যথাযথভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পরিচালক যেমন সহযোগিতা করছেন আমার সহশিল্পী অনেক গুণী অভিনেতা প্রিয় শাহেদ শরীফ খান ভাইও ভীষণ সহযোগিতা করছেন।’

এদিকে ২৪ জানুয়ারি শিরীন শিলা অভিনীত মেহেদী হাসান পরিচালিত ‘নদীর জলে শাপলা ভাসে’ নামে একটি সিনেমা সেন্সর সনদপত্র পেয়েছে। এ ছাড়া তিনি শেষ করেছেন ‘জিম্মি’ নামে একটি ওয়েব সিরিজ এবং ‘ঘর ভাঙা সংসার’ নামে একটি সিনেমার কাজ। শাহেদ অভিনীত ‘অন্তরাত্মা’ ও ‘সেনাপতি’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। তিনি আরও শেষ করেছেন অরুণা বিশ্বাস পরিচালিত ‘অসম্ভব’ সিনেমার শুটিং।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত