মিয়ানমারের উসকানিতে সাড়া দেবে না বাংলাদেশ : সেতুমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:  আওয়ামলী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আকাশসীমা লঙ্ঘনসহ মিয়ানমারের কোনো উসকানিতে বাংলাদেশ সাড়া দেবে না। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী। সেখানে নিজ এলাকায় ক্যান্সার আক্রান্ত রোগীদের ও কয়েকটি মসজিদে ১০ লাখ টাকা অনুদান দেন। পরে বাবার কবর জিয়ারত করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে। রোহিঙ্গা একটি আন্তর্জাতিক সমস্যা, এটি সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। দেশে বিভিন্ন দলের সমালোচনা ও উসকানিমূলক বক্তব্যে সরকার কোনো প্রতিক্রিয়া জানাবে না।

বিএনপিসহ বিভিন্ন দলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ তারা শোনেনি। তারা চোখ বন্ধ করে, কানে তুলা দিয়ে রেখেছে। তারা প্রধানমন্ত্রীর ভাষণকে কোনো গুরুত্বই দিচ্ছে না।

 

সূত্র: এনটিভি অনলাইন