মিলিটারি ব্র্যান্ডেই সূচনা দ্বাদশ আইপিএলের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আইপিএলের ইতিহাসে প্রথমবার! ভারতীয় ক্রিকেট বোর্ডের গ্ল্যামারাস লিগের সুচনা হতে চলেছে নাম-গানে নয় বরং মাথা নত করে শহিদ স্মরণে৷ ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ ৪০ জন সিআরপিএফ জওয়ানের স্মৃতি এবছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই৷ সেই অর্থ দেওয়া হবে আর্মি ওয়েলফেয়ার ফান্ডে৷

চিপকের বাইশ গজে রাত ৮টায় চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে শুরু হবে দ্বাদশ আইপিএল৷ ম্যাচের টস হবে সন্ধ্যা সাড়ে ৭টায়৷ কিন্তু তার আগে মিনিট দশেকের অনুষ্ঠানে পারফর্ম করবে মিলিটারি ব্র্যান্ড৷ উদ্বোধনী ম্যাচ দেখার জন্য ভারতীয় আমর্ড ফোর্সের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই৷

বোর্ডের এক আধিকারিক পিটিআই-কে জানিয়েছেন, ‘সিওএ আর্মি ওয়েলফেয়ার ফান্ডে ২০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে সিএসকে ও আরসিবি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি৷ ম্যাচ শুরুর আগে পারফর্ম করবে মাদ্রাজ রেজিমেন্ট ব্র্যান্ড৷ তার পর আর্ম ফোর্সের আধিকারিকদের সংবর্ধনা দেওয়া হবে৷’

তবে আইপিএল নামক ক্রিকেট কার্নিভালের উদ্বোধনী যেখানে ঘণ্টা তিনেকের জমজমাট অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে মিলিটারি ব্র্যান্ড পারফর্ম করবে মাত্র মিনিট দশেক৷ ম্যাচের টস হওয়ার ঠিক আগে অর্থাৎ ৭.২০ থেকে ৭.৩০ পর্যন্ত হবে সংক্ষিপ্ত এই অনুষ্ঠান৷ বোর্ড আধিকারিক বলেন, ‘ম্যাচ শুরু হবে রাত ৮টায়৷ টস হবে সাড়ে সাতটায়৷ এর ঠিক আগে অর্থাৎ ৭.২০ থেকে ৭.৩০ পর্যন্ত মাদ্রাজ রেজিমেন্ট ব্র্যান্ড পারফর্ম করবে৷ চিপকের দর্শকদের জন্য তারা মিনিট দশেক পারফর্ম করবে৷’

শুধু বোর্ড নয়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিরাও পুলওয়ামায় শহিদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে৷ পঞ্জাব ও হিমাচল প্রদেশের পাঁচ শহিদ সিআরপিএফ জওয়ানের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক ইতিমধ্যেই তুলে দিয়েছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংস ইলেভেন অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন৷

এছাড়াও গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস উদ্বোধনী ম্যাচে টিকিট থেকে প্রাপ্ত অর্থ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ পরিবারদের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছে৷ সিএসকে অধিনায়ক ধোনি চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷