শুক্রবার , ১৪ ডিসেম্বর ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মিনু ও বাদশার কুশল বিনিময়

Paris
ডিসেম্বর ১৪, ২০১৮ ৩:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

যখন সারা দেশে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। তখন রাজশাহীতে আওয়ামী তথা মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা ও বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেছেন। এটাকে স্থানীয় ভোটাররা সৌহার্দ ও ভালবাসার প্রতীক হিসেবে দেখছেন।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। নগরীর শাহ মখদুম (রহ.) এর মাজার দরগা মসজিদে নামাজ পড়ার পর তারা কোলাকুলি করেন।

নিজ নিজ প্রচারণায় ব্যস্ত সকলেই। সকাল থেকেই প্রচারণা করেন দুজনেই। প্রচারণার পর দরগা মসজিদে নামাজ পড়েন। এসময় মসজিদ থেকে বের হয়ে তারা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন। এক সময় দুজন মুখোমুখি হলে পরস্পরকে জড়িয়ে ধরেন তারা। তারা নিজেদের পোস্টার বিনিময় করেন।

এসময় বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে তার নেতাকর্মী ও ফজলে হোসেন বাদশার সাথে মহাজোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর