বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাহাবুবা লাভীনের কবিতা

Paris
জুন ১৩, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

‘ভালোবাসি’ কেবল শব্দ নয়

‘ভালোবাসি’ কেবল কোনো শব্দ নয়
একটি পোষা পাখি
রোজ ও উড়ে যেতে ছটফট করে
ওর গন্তব্য কেবল একটাই
তোমার হৃদয়

প্রতিদিন ওকে ছেড়ে দিই
ও ওর গন্তব্যে গিয়ে
ফের আসে ফিরে

এভাবে
রোজ এভাবে
পাখিটি উড়ে যায়
পাখিটি ঘুরে আসে
তোমার হৃদয় ছুঁয়ে
আমার হৃদয়ের কাছে

পাথর

তুমি আর আমি
দুটো পাথর
মধ্যবর্তী দূরত্ব রেখে পড়ে আছি
অন্ধকূপের ভেতর

আর কত!

চলো, ঘষা লেগে জ্বলে উঠি
আদিম আলোর মত।

পিতৃপুরুষ

একটি গাছ
তার কিছু পাতা ঘুমোচ্ছে মাটির বুকে
ফোটা ফুল কেউ দিয়েছে গুঁজে প্রেয়সীর চুলে
কিছু ডালে পাখি গড়েছে আবাস
কিছু ডাল ছাদখুঁটি হয়েছে কারো ঘরে
গাছটি মরে গেছে, মরে গেছে বলে
যারা করুণার জল ফেলে
তাদের দিকে তাকিয়ে আছে আরও কিছু সবুজ চারা
যারা মাটি ফুঁড়ে জেগেছে সেই গাছটির বীজে
গাছটিকে খুঁজে পাই এইসব সবুজের তলে…

গাছেরা মরে না
বেঁচে থাকে তাদের উত্তরবীজে

সর্বশেষ - শিল্প ও সাহিত্য