মাহমুদ-কেরি বৈঠকে জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বৈঠকে নিরাপত্তা ও জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

 

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

 

সোমবার দুপুর পৌনে ২টার দিকে ইস্কাটনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়। তার আগে দুপুর ১টা ৪০ মিনিটে পদ্মায় পৌঁছান কেরি। তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

জন কেরির সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন মাহমুদ আলী। বৈঠক শেষে কেরি ও তার সফরসঙ্গীরা এতে যোগ দেন।

 

এর আগে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি। ঢাকায় এসেই কেরি ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

 

 

 

সূত্র : রাইজিংবিডি