মাসের তৃতীয় টাইফুনের আঘাত তাইওয়ানে, আহত ৩২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তীব্র বাতাস ও বৃষ্টি দাপটে তাইওয়ানে আঘাত হেনেছে চলতি মাসের তৃতীয় টাইফুন ‘মিগি’। এর প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট, ট্রেন সার্ভিস।

 

এদিকে টাইফুনের প্রভাবে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৩২ জন আহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

 

ঘণ্টায় ১৬০ কিলোমিটার বাতাসের বেগে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ‘মিগি’। ঝড়ের আগে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

রাজধানী তাইপের অধিকাংশ বাস ও ‍সাবওয়ে সার্ভিস বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে মঙ্গলবারের (২৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারের লেনদেন।

 

বৃষ্টি ও ঝড়ো বাতাসে তাইওয়ানে তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) এর গতিপথ হবে হংকংয়ের উত্তর-পূর্ব উপকূল।

 

এর আগে গত সপ্তাহে টাইফুন ‘মিরান্তি’র আঘাতে দেশটিতে কমপক্ষে ২৮ জনের প্রাণহানি হয়।

সূত্র: বাংলা নিউজ