পাকিস্তানে খনির ৭০০ মিটার গভীরে আটকে ৩ শ্রমিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের উইন্ডার শহরের একটি খনিতে আটকা পরেছেন তিনজন শ্রমিক। এদের মধ্যে চীনের দুইজন নাগরিক রয়েছেন। আটকে পরা শ্রমিকদের উদ্ধারে কাজ করছে দেশটির উদ্ধারকর্মীরা।

 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিইও।

 

দেশটির সোনমিয়ানি এলাকা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত ওই খনিটির এক কর্মকর্তা জানান, সোমবার (২৬ সেপ্টেম্বর) খনিটির ৭০০ মিটার গভীরে তিনজন শ্রমিক আটকে পরেন। তাদের মধ্যে দুইজন চীনা ইঞ্জিনিয়ার। আটকদের উদ্ধারে দেশটির উদ্ধারকর্মীদের পাশাপাশি কাজ করছে একটি বিশেষ দল।

 

তবে কিভাবে তারা খনিটির ভেতরে আটকে পরেছে তা জানা যায়নি।

 

মোশতাক কুমভ নামে ওই কর্মকর্তা জানান, উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত খনিটির ৫০০ মিটার গভীরে যেতে সক্ষম হয়েছেন।

সূত্র: বাংলা নিউজ