শুক্রবার , ২ মার্চ ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মাশরাফির দাপট চলছেই

Paris
মার্চ ২, ২০১৮ ৬:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সম্প্রতি অবসর ভেঙে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জাতীয় দল যখন শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য ‘নিদাহাস ট্রফি’র প্রস্তুতিতে ব্যস্ত, টাইগার ক্যাপ্টেন তখন ব্যাটে-বলে আগুন ঝরাচ্ছেন ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগের মঞ্চে। আজ শুক্রবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন ম্যাশ।

বারবার বলা হয়ে থাকে, ৩৪ বছর বয়সী মাশরাফিই বাংলাদেশের পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসা। নতুন অনেকেই উঠে আসছে, কিন্তু ক্যারিয়ারের গোধুলি লগ্নেও ম্যাশ দলকে দিয়ে যাচ্ছেন নির্ভরতা। আবাহনীর হয়ে চলতি ডিপিএলে ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে বোলারদের তালিকায় শীর্ষে তিনি। তার দাপটের কাছে ম্লান হয়ে যাচ্ছেন তরুণ বোলাররাও।

আজকের ম্যাচে প্রাইম ব্যাংকের দুই ওপেনার মেহেদী মারুফ (১৫) আর এনামুল জুনিয়র (০) শিকার হয়েছেন মাশরাফির। বাকী দুই উইকেট সাজেদুল হক (১৪) আর শরীফুল ইসলামের (৬)। প্রাইম ব্যাংকের হয়ে ৯৮ বলে সর্বোচ্চ ৮৪ রান করেছেন আল-আমিন। অপর হাফ সেঞ্চুরিটি করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসান (৬২)। ৪৯.২ ওভারে ২৪৬ রানেই অল-আউট হয়ে গেছে প্রাইম ব্যাংক। জবাবে ব্যাটিংয়ে নেমেছে আবাহনী।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা