মালয়েশিয়া মেগা-থ্রি অভিযানে বাংলাদেশিসহ আটক ১৮১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মালয়েশিয়াজুড়ে চলছে মেগা-থ্রি অভিযান। চলমান এ অভিযানে শুক্রবার ভোরে ২০ জন বাংলাদেশিসহ ১৮১ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ । অভিযানে ২৫৮ জনকে আটক করে বৈধ কাগজপত্র চেক করার পর ১৮১ জন শ্রমিককে গ্রেফতার করে অভিবাসন বিভাগ।

শ্রমিক-অধ্যুষিত এলাকা লেনবাহ কেলাং এলাকায় অভিযান চালানোর সময় গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দিগ্বিদিক ছুটাছুটির সময় চারজন নাইজেরিয়ানের আঘাতে অভিবাসন বিভাগের কয়েকজন পুলিশ আহত হয়। গ্রেফতার করা হয় ১৪০ জন ইন্দোনেশিয়ান, মিয়ানমার ২১ জন এবং বাংলাদেশের ২০ জন।

এদিকে চলমান মেগা- থ্রি অভিযানের পাশাপাশি চালু রয়েছে থ্রি-প্লাস ওয়ান। আর এ থ্রি-প্লাস ওয়ানের মাধ্যমে স্বেচ্ছায় যে কেউ আউটপাস সংগ্রহ করে যার যার দেশে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের প্রধান দাতু কে সেরি মোস্তাফার আলী।

মোস্তাফার আলী সাংবাদিকদের জানান, আমরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছি। যারা এই রি-হিয়ারিংএর আওতায় বৈধ হতে ব্যর্থ হয়েছে, তাদের সঙ্গে আর কোনো আপস করা হবে না। অবৈধদের যে কোনো মূল্যেই হোক গ্রেফতার করা হবে।