মালয়েশিয়ায় স্বাধীনতা দিবস উদযাপন

মালয়েশিয়া পা রাখল স্বাধীনতা লাভের ৬৪তম বার্ষিকীতে। এবারের স্লোগান- ‘মালয়েশিয়া পিরিহাতিন’ (মালয়েশিয়া য্ত্নশীল)।

১৯৫৭ সালের ৩১ আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। মালয়েশিয়ার ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন এটি।

প্রতি বছর দিবসটি উদযাপনে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের মাঝেও দেখা যায় ব্যাপক প্রস্তুতি। রাজধানী কুয়ালালামপুর শহরসহ রাজ্যে রাজ্যে ছেয়ে যায় জাতীয় পতাকা।  করোনা মহামারীর প্রভাবে নানা বিধিনিষেধ আরোপ হলেও এ দিবসটি পালনে কোনো কমতি নেই।

করোনাভাইরাসের কারণে এসওপি মেনে দেশপ্রেমের আশা জাগানিয়ায় পারিবারিকভাবে বিভিন্ন আয়োজনের মাধ্যমে মালয়েশিয়ানরা দিবসটি উদযাপন করছেন। মালয়েশিয়ান পরিবার ভার্চুয়ালি দিবসটি পালনের আয়োজন করে। আয়োজনে মাল্টিমিডিয়া মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসার গানের মধ্য দিয়ে শুরু হয় দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা। আলোচনায় মন্ত্রিপরিষদের মন্ত্রীরাও যোগ দিয়েছিলেন।

দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহামারি সংকট উওরণে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে পুত্রাজায়া ন্যাশনাল ওয়ারিয়র স্কোয়ারে জাতীয় দিবস উদযাপনে প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এবং তার স্ত্রী দাতিন সেরি মুহাইনি জয়নাল আবিদিনও ‘কেয়ারিং মালয়েশিয়া’ বিষয়ক অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন। কার্যত তিনি কোভিড-১৯ রোগী তার সংস্পর্শে আসার কারণে রোববার থেকে কোয়ারেন্টিনে আছেন।

এদিকে সকাল ৮টায় রয়্যাল মালয়েশিয়ান নেভির (আরএমএন) সদস্যরা জালুর জেমিলাং, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উত্সব শুরু হয়।

এরপর রুকুন নেগারা পাঠ করার পর শিক্ষা মন্ত্রণালয়ের লুকমান আলহাকিম মোহাম্মদ তমিয়াসের নেতৃত্বে বিভিন্ন ফ্রন্টলাইন এজেন্সি এবং বিভাগের প্রতিনিধিরা “মারদেকা” স্লোগান দিতে থাকেন।

এর আগের দিন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব, দেশের জনসাধারণ একত্রিত হওয়ার এবং দেশকে কোভিড-১৯ মহামারীর ধ্বংসাত্মক প্রভাব থেকে পুনরুজ্জীবিত করতে সব ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আসুন আমাদের দেশকে এই মহামারী, অর্থনৈতিক স্থবিরতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে মুক্ত করি। এই উল্লেখযোগ্য দিনে আসুন সবাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যে দেশটি একসাথে গড়ে তুলেছি সেটিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেই।

 

সূত্রঃ যুগান্তর