মালিঙ্গার পর তাসকিন দক্ষিণ আফ্রিকায় যে কীর্তি গড়লেন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজের বিধ্বংসী রূপটি দেখিয়েছেন তাসকিন আহমেদ।

ম্যাচটিতে তাসকিন ৯ ওভার বল করে মাত্র ৩৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন।

সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিপক্ষে তাসকিনের এ ৫ উইকেটের কীর্তি বিশেষই বলা যায়!

কারণ ২০১২ সালের পর এবারই প্রথমবার সফরকারী কোনো দেশের পেসার ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি বা তার বেশি উইকেট তুলে নিয়েছেন।

২০১২ সালে শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা প্রোটিয়াদের বিপক্ষে ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন।

এ ম্যাচের পর ওয়ানডেতে আর কোনো পেসার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি উইকেট পাননি।

দীর্ঘ ১০ বছর পর তাসকিনের কল্যাণে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে কোনো পেসারকে ৫ উইকেট নিতে দেখল ক্রিকেট ভক্তরা।

এদিকে তাসকিনের এমন দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৪ রানে গুটিয়ে যায়।

 

সূত্রঃ যুগান্তর