মার্কিন কালোতালিকায় ২৪ চীনা কোম্পানি

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৎপরতার জবাবে চীনা কোম্পানি ও কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার খড়গ্ চাপাল যুক্তরাষ্ট্র।

সাগর অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সামরিক তৎপরতায় জড়িত ২৪ চীনা কোম্পানিকে কালোতালিকাভুক্ত করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপরও আরোপ করা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা।

দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধে চীনের ওপর যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ এটিই প্রথম।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ওই ২৪ চীনা কোম্পানি দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং সেখানে সামরিক স্থাপনা গড়ে তুলতে চীনের সেনাবাহিনীকে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এ ধরনের কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালনের জন্য কয়েকজন চীনা কর্মকর্তাও দায়ী। এ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

খনিজসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর দক্ষিণ চীন সাগর এলাকার প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে চীন।

এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চীন সেখানে সামরিক স্থাপনা গড়ছে এবং প্রতিবেশীদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র্রের।

 

সূত্রঃ যুগান্তর