মারিওপোলের স্টিল প্ল্যান্টে আর কোন বেসামরিক নাগরিক আটকে নেই: ইউক্রেন-রাশিয়া

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

বন্দরনগরী মারিওপোলের আজভস্তাল স্টিলওয়ার্কস প্ল্যান্টে আটকে পরা বয়স্ক, নারী ও শিশু সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এক সপ্তাহ আগে থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযানে সার্বিক সহায়তা করেছে জাতিসংঘ ও রেডক্রস। যদিও তাদের পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, স্টিল প্ল্যান্টে মানবিক উদ্ধার অভিযান শেষ। ওই কারখানায় আটকে থাকা সব শিশু, নারী ও বয়স্কদের বাঙ্কার থেকে উদ্ধার করা হয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, শেষ ধাপে ৩০০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এখন স্টিল প্ল্যান্টে আটকে থাকা সেনাদের উদ্ধারে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তার প্রশাসন।

তবে রাশিয়া জানিয়েছে, তিন দিনে ও প্ল্যান্ট থেকে মাত্র ৫১ জনকে বের করে আনা হয়েছে

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন