মারাকানায় গোল করে উচ্ছ্বসিত ভিনিসিয়ুস

যেখানে কৈশোর-শৈশব পার করেছেন সেখানেই নিজ দেশের জার্সি গায়ে ফিরলেন ভিনিসিয়ুস জুনিয়র। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে খেলতে নেমেই করলেন জাতীয় দলের হয়ে প্রথম গোল। এমন মুহূর্ত কি আর সর্বদা আসে? তাইতো নিজ আঙিনায় গোল করতে পেরে বেশ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদে খেলা এই ফরোয়ার্ড।

আজ ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে ভিনিসিয়ুসের পা থেকে। ফ্ল্যামেঙ্গোর একাডেমি দিয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করা ভিনিসিয়ুস মারাকানায় গোল করতে পেরে খুশি। তাঁর পুরো পরিবার মাঠে বসে দেখেছেন ব্রাজিলের জয়। ম্যাচ শেষে তাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভিনি, ‘মারাকানায়, পুরো পরিবারের সামনে প্রথম আন্তর্জাতিক গোলটি এর চেয়ে ভালো কোথাও আর হতে পারত না। আমি খুবই খুশি। ‘

বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর খেলা নেই ব্রাজিলের। বিশ্বকাপ জিততে হলে আরো কঠোর পরিশ্রম করতে হবে বলে জানান এই ২১ বছর বয়সী ফুটবলার, ‘বিশ্বকাপের আগে ব্রাজিলে এটিই আমাদের শেষ ম্যাচ। সমর্থকদের কৃতজ্ঞতা জানাই। এখন আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং সঠিক কাজগুলি করতে হবে যেন বিশ্বকাপ জিততে পারি। ‘

আগেই বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করা ব্রাজিল লাতিন অঞ্চলের বাছাইয়ে অপরাজিতই রইল। ১৬ ম্যাচে ১৩ জয়ের বিপরীতে ড্র তিনটিতে।

 

সূত্রঃ কালের কণ্ঠ