মান্দায় সিপিবি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে হাটে অতিরিক্ত টোল আদায়, লুটপাট, অবৈধ দখল, সন্ত্রাস ও জঙ্গীবাদ এর বিরুদ্ধে “প্রতিবাদ সভা” অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রসাদপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙ্গানোর দাবীতে এ প্রতিবাদ সভা  হয়।

 
সিপিবি মান্দা উপজেলা  শাখার সভাপতি কমরেড রতন প্রসাদ ফনী’র সভাপতিত্বে¡  প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড ডাঃ এসএম ফজলুর রহমান ।

 
বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, কসব ইউ’পি চেয়ারম্যান ও সদস্য কমরেড আনিছুর রহমান জিন, কমরেড হাফিজুর রহমান, কমরেড সেকেন্দার আলী, কমরেড ওসমান গনি, কমরেড আলাউদ্দীন, কমরেড ওহিদুর রহমান প্রমূখ।

 
এ সময় বক্তারা বলেন, সিপিবি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘ দিন যাবৎ সভা-সমাবেশ,স্মারক লিপি প্রদান সহ লড়াই সংগ্রাম করে আসছে। ফলে ঈদ-উল-আজহার পূর্বে উপজেলা প্রশাসনের নির্দেশে সরকার কর্তৃক নির্ধারিত হারে  টোল আদায় হলেও বর্তমানে অতিরিক্ত হারে টোলের নামে ক্রেতা-বিক্রেতাদের জিম্মি করে আবারো চাঁদাবাজি করা শুরু হয়েছে।
স/শ