মান্দায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলার শামুকখোল গ্রামে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠকে মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারীনির্যাতন প্রতিরোধে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও রিসোর্স পার্সন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুসফিকুর রহমান।

গ্রামীণ জনগোষ্ঠী মহিলাদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জেন্ডার, আইন, ই-কমার্স ও ই-লার্নিং প্রশিক্ষণ এবং ডিজিটাল সেবাসমূহ বিষয়ে সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত এ বৈঠকে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, তথ্য সেবা কর্মকর্তা সিরাজুম মুনিরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যসেবা সহকারী শারমিন আখতার, রোখসানা পারভীন এবং অংশগ্রহণকারী প্রায় ৫০ জন মহিলা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন ঘড়ানীপাড়ায় অনুরূপ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

স/শা