মানবতার কোনো বিল হয় না

স্থানটি চট্টগ্রামের আগ্রাবাদ সংলগ্ন একটি রেস্টুরেন্টের। সময়টি তখন দুপুর।বাইরে প্রচুর বৃষ্টি। একজন গ্রাহক রেষ্টুরেন্টে প্রবেশের সময় বৃদ্ধা তার কাছ থেকে কিছু সাহায্য চায়। উনি তখন বৃদ্ধাটির কাছে কিছু সময় নিয়ে, রেস্টুরেন্টের একজন স্টাফকে জিজ্ঞাসা করে উনাকে নিয়ে ভিতরে বসতে পারবেন কিনা.??
রেস্টুরেন্টের স্টাফ অনুমতি দিয়ে বললেন,”আপনি একজন অতিথি আপনার সাথে যিনি ঢুকবে তিনিও আর যেই হোক আমার অতিথি”।
খাওয়া শেষে বিল কত জানতে চাইলে, বিলের কাগজের উপর লিখা ছিলো—
“মানবতার কোনো বিল হয়না…”
এমন মানবতার ফেরিওয়ালা আর রেস্টুরেন্টের মালিককে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর স্যালুট।
(তথ্য ও ছবি ফেসবুক থেকে নেওয়া)