“মাগো”

মাগো
সৈয়দ আনোয়ার সাদাৎ

মাগো,চোখে কেন জল?
মুছে ফেল আমি আছি তোমার বাহুবল।
সুখে-দুঃখে,দুধে-ভাতে
এইতো আছি তোমার সাথে,
যাবো নাকো কোনো লোভ প্রবাসবাসী হতে।
মাগো,মুছো আঁখি জল,
সহে না যে কষ্ট তোমার চোখ জুড়ে বাদল।
মাগো,কাদের কথা ভাবো?
যে তোমারে গেছে ছেড়ে,যাক না আমি রবো।
আমি একদিন বড় হবো,
চাকরি করে শাড়ি দেবো,
গয়না- গাড়ি-বাড়ি করে
দীন-দারিদ্র ঘুঁচিয়ে দেবো।
মাগো,মুছো আঁখি জল,
কাঁদলে তুমি বুক ভাঙে মোর,ভাঙে বুকের বল।
মাগো,দুঃখ তোমায় দিল যারা,
বিত্ত পেয়েও মা হারা ঐ হতভাগা তারা।
মাগো,আর ফেলো না জল,
তুমি আমার,আমি তোমার আশ্রয় সম্বল।