মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মহড়া দিতে গিয়ে মার খেলো ‘আসল বিএনপি’

Paris
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১০:৩৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
রাজধানীর নয়া পল্টনে মহড়া দিতে গিয়ে মার খেলো ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা চালায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় অন্তত দু’জন আহত হয়েছেন।

 

গতকাল সোমবার বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের সামনে মহড়া দেওয়ার কথা ছিল কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র। সরেজমিনে দেখা গেছে, নাসিমের অনুসারীরা পলওয়েল মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে নয়া পল্টনের বিএনপির কার্যালয়ের দিকে রওনা হয়। পরে জোনাকি সিনেমা হল অতিক্রম করলে বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় ব্যাপক মারধর করা হয় নাসিমের কয়েকজন অনুসারীকে। ঘটনার সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

আহত ‘আসল বিএনপি’র এক কর্মী জানান, ‘ আমাকে মিছিল করার জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে।’

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসল বিএনপি’র মহড়ার খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে লাঠিসোটা নিয়ে জড়ো হতে থাকে।

 

এর আগেও তিনবার নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে গিয়ে হামলার মুখে পড়ে ‘‌আসল বিএনপি’র লোকজন।

সূত্র: বাংলাট্রিবিউন

সর্বশেষ - জাতীয়