মহা ষষ্ঠীপুজার মধ্যে দিয়ে নাটোরের ৩৫৭টি মন্ডবে দুর্গোৎসব

নাটোর প্রতিনিধি:

মহা ষষ্ঠীপুজার মধ্যে দিয়ে সারা দেশের মতো নাটোরেও শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব। দেবী দূর্গাকে আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে সকাল থেকে শুরু হয় মহা ষষ্ঠীপুজা।

এসময় ঢাকের বাদ্য আর শঙ্খ ধনীতে মুখরিত হয়ে উঠে পুজা মন্ডবগুলো। এছাড়া সারা দিন চন্ডিপাঠ, সন্ধ্যায় সন্ধিপুজা, রাতে আরতি সহ নানা আনুষ্ঠানিক শেষ হবে মহা ষষ্ঠী পুজা। এই বছর নাটোরে ৩৫৭টি মন্ডবে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।

এদিকে, দেবি দুর্গার আগমন কে ঘিরে মন্ডবগুলো চলছে উৎসবের আমেজ। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যান্ত নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশে পাশাপাশি নিনাপত্তায় থাকছে আনসার সদস্যরা।

 

স/আ